ডিমলায় ওয়ার্কাস পার্টির পথ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

হামিদা আক্তার,নিজস্ব প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলা শহরে ১৭ ডিসেম্বর শনিবার সকালে ওয়ার্কাস পার্টির উদ্দ্যোগে প্রায় চুয়ান্নটি অভিন্ন নদীর পানির ন্যয্য হিস্যার দাবীতে উপজেলা প্রধান সড়কের শুটিবাড়ী মোড়ে স্মৃতি অম্লানে সম্মুখে প্রায় ঘন্টা ব্যাপী উক্ত পার্টির ব্যানারে মানববন্ধন করেন নেতাকর্মীরা।এ সময় হোমিও প্যাথি ডাক্তার ননী গোপাল রায়ের সভাপতিত্বে একটি পথ সভা সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাবু তপন কুমার রায় সভাপতি জেলা ওয়ারর্কাস পার্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নুর মোহাম্মদ খাঁন। বক্তৃতা করেন কৃষক নেতা কমরেড মোজাম্মেল হক গাজী, কমরেড সিরাজুল ইসলাম, বাংলাদেশ যুব মৈত্রী নীলফামারী জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি কমরেড হোমিও ডাক্তার সৈয়দ লিটন মিয়া কমরেড গোলাম মোস্তফা, এ্যাডভোকেট দেবাশীষ রায়, ছাত্র মৈত্রী নেতা মুনতাছির হাসেন লয়ন ওয়ার্কাস পার্টির উপজেলা নেতা কমরেড বাবু কানাই লাল প্রমূখ । বক্তারা সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতায় বক্তারা উল্লেখ করে বলেন বলেন, অবিলম্বে তিস্তা নদীসহ প্রায় ৫৪ টি অভিন্ন তিস্তা নদীর ন্যয্য হিস্যা আদায় করতে হবে উল্লেখ করে তারা আরো বলেন নদীর ন্যায়্য হিস্যা র পানি পেতে সরকারকেই যথাযথ পদক্ষেপ গ্রহন করতে হবে।



মন্তব্য চালু নেই