ডাচ রাষ্ট্রদূতের ব্যাগ উদ্ধার : আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অনুষ্ঠানে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারির চুরি যাওয়া ব্যাগটি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় মূল হোতা রুবেলকে আটক করেছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রদূতের ব্যাগ চুরির ঘটনায় যে যুবকের ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছিল সেই যুবকের নাম রুবেল। তাকে আজ আটক করা হয়েছে।

মাশরুকুর রহমান জানান, চুরিকৃত ব্যাগটিতে থাকা মোবাইলফোন বসুন্ধরা সিটি মার্কেটের এক দোকানে বিক্রি করে রুবেল। পরে সেখান থেকে চুরির মোবাইল কেনায় দোকানের মালিককেও গ্রেফতার করা হয়েছে। আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আলোকচিত্র প্রদর্শনী ‘ফ্রিডম’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারি। সেখানেই তার হাতব্যাগটি চুরি হয়।



মন্তব্য চালু নেই