ঠাকুরগাঁওয়ের রত্নাই সীমান্তে ১ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত থেকে শহিদুল ইসলাম (৩৮) নামে এক বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)।
স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার বারাসাত গ্রামের মৃত শরিফত আলীর ছেলে শহিদুল (৩৮) আজ সকালে (সাড়ে ৯টায়) রত্নাই সীমান্তের ৩৮২/২এস পিলার এলাকায় গরুর ঘাস কাটছিল। ওইসময় ভারতের ১২১ নাটুয়াটুলি ক্যাম্পের বিএসএফ জোয়ানরা তাকে আটক করে এবং টেনে হেচড়ে ভারত অভ্যন্তরে ধরে নিয়ে যায়।
৩০ বিজিবির পরিচালক লেঃ কর্নেল তুষার বিন ইউনুস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফ কে চিঠি পাঠানো হয়েছে। আটক বাংলাদেশীকে ফেরৎ আনার চেষ্ঠা চলছে ।
মন্তব্য চালু নেই