ব্লাড ক্যান্সারে আক্রান্ত পারভেজ বাচঁতে চায়

তের বছর বয়সী শিশু পারভেজ। যে বয়সে খেলাধুলা ও লেখাপড়ায় মেতে থাকার কথা। সে বয়সে সে মরণ ব্যাধী ব্লাড ক্যান্সারে আক্রান্ত। রংপুর ও ঢাকায় হেমাটোলজি রিপোটে তার ব্লাড ক্যান্সার (লিউকোপেনিয়া) রোগ ধরা পড়েছে।

বর্তমানে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এবিএম ইউনুস এর চিকিৎসাধীন আছে পারভেজ। তার সুচিকিৎসার জন্য ৭/৮ ল টাকার প্রয়োজন।

কিন্তু এত টাকা তার দিনমুজর পিতার পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়। ফলে প্রায় বিনা চিকিৎসায় মরণ যন্ত্রনায় ছটফট করছে শিশু পারভেজ।
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা পূর্ব মল্লিকপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে পারভেজ। তার পিতা শিশু পুত্র পারভেজ কে বাচাঁতে সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা- আব্দুল মালেক, সঞ্চয়ী হিসাব নম্বর-১৬৪০০, জনতা ব্যাংক লিমিটেড, পীরগঞ্জ বাজার শাখা, ঠাকুরগাও।



মন্তব্য চালু নেই