ট্রেনে কাটা পড়ে দুই ইজতেমাগামীর মৃত্যু

আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে যাওয়ার পথে রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনে কাটা পড়ে দুই ইজতেমাগামীর মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, তারা টঙ্গীতে ইজতেমা ময়দানে আখেরি মোনাজাতে অংশ নিতে পারাবাত এক্সপ্রেস নামক একটি ট্রেনের ছাদে চড়ে যাচ্ছিলেন। ট্রেনটি কুড়িল বিশ্বরোড এলাকায় পৌঁছলে তারা ছাদ থেকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ছাড়া আরো ২-৩ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)মর্গে পাঠানো হয়েছে।

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম ও এসব তথ্য নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই