ট্রাফিক পুলিশের কান কাটলো অটোচালক
যশোরে দায়িত্ব পালনকালে আব্দুল মান্নান নামে এক ট্রাফিক পুলিশের কান কেটে নিয়েছে এক ইজিবাইক চালক।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে ট্রাফিক অফিসের অদূরে শহরের দড়াটানা তাজবক্সের সামনে এ ঘটনা ঘটে।
আহত আব্দুল মান্নানকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি খুলনার তেরখাদা এলাকার আব্দুল লতিফ শেখের ছেলে। যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকায় ভাড়া থেকে ট্রাফিক অফিসে কনস্টেবল (৬৭৬ নম্বর) পদে কর্মরত রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল মান্নান জানান, তিনি দায়িত্ব পালনের সময় ইজিবাইকের সারিবদ্ধ হয়ে যাত্রী উঠাতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে এক ইজিবাইক চালক তাকে পেছন থেকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
চিকিৎসক মনিরুজ্জামান লর্ড জানিয়েছেন, তার বাম কানের লতি কেটে পড়ে গেছে। এছাড়া বাম হাতে ও পাজরে ছুরিকাঘাতের চিহ্ণ রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে আসেন যশোরের সহকারী পুলিশ সুপার ‘ক’ সার্কেল ভাস্কর সাহাসহ পুলিশের কর্মকর্তারা।
ঘটনার পরেই পালিয়ে যাওয়া হামলাকারী ইজিবাইক চালককে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী।
মন্তব্য চালু নেই