ট্রাকে বোমা ছুড়তে গিয়ে ২ পিকেটার নিহত

মণিরামপুরে পেট্রোল বোমা নিক্ষেপ করতে গিয়ে ট্রাকের চাপায় লিটন (২৮) ও ইউসুফ (২৯) নামে দুই পিকেটার নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর রাত সোয়া ৩টার দিকে যশোর-মণিরামপুর সড়কের মণিরামপুরের কুয়াদা এলাকার ব্যাগারিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটনের বাড়ি মণিরামপুরের দুর্গাপুর ও ইউসুফ তাহেরপুরের বাসিন্দা।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহম্মেদ জানান, রাত সোয়া ৩টার দিকে ব্যাগারিতলা এলাকায় দুই পিকেটার মোটরসাইকেলে করে ট্রাকে আগুন দেয়ার চেষ্টা করে। এসময় ট্রাকচাপায় তারা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে ২টি পেট্রোলবোমা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

অপরদিকে, যশোর-মাগুরা মহাসড়কে পেট্রোলবোমা নিক্ষেপকালে গণপিটুনিতে এক বিএনপি কর্মী আহত হয়েছেন।

যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) রেশমা শারমিন জানিয়েছেন, ভোর ৪টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা এলাকায় পেট্রোলবোমা নিক্ষেপকালে শাহীন (৩০) নামে এক বিএনপি কর্মী গণপিটুনির শিকার হয়েছে। শাহীনের বাড়ি বাঘারপাড়া এলাকায়। আহত অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



মন্তব্য চালু নেই