ট্রাকের ধাক্কায় এএসআই নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) তৈয়বুর রহমান নিহত হয়েছেন।

রোববার রাত ৮টার দিকে উপজেলার সূত্রাপুর বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তৈয়বুর টাঙ্গাইলের মির্জাপুর থানার দাতপাড়া এলাকার মৃত আবদুল আহাদ মিয়ার ছেলে। তিনি সিলেটের কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল মোতালিব জানান, রোববার ঢাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় সূত্রাপুর বোর্ডঘর এলাকার স্কয়ার ওষুধ কারখানার সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংর্ঘষ হয়।



মন্তব্য চালু নেই