প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা : নিহত চালকের বিরুদ্ধে মামলা

গাজীপুরের কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকায় রোববার সকালে মৈত্রী এক্সপ্রেস ট্রেন ও রেলপথের ক্ষতির অভিযোগে নিহত প্রাইভেটকার চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই ঘটনায় প্রাইভেটকার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন।

রেলওয়ের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মো. মাহবুব হাসান বাদী হয়ে রেলওয়ের কমলাপুর থানায় সোমবার বিকেলে এ মামলা করেন।

মামলার বাদী প্রকৌশলী মো. মাহবুব হাসান জানান, বেপরোয়াভাবে প্রাইভেটকার চালিয়ে আইন ভঙ্গ করে গোয়ালবাথান এলাকার রেলক্রসিং অতিক্রমের সময় কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কায় ট্রেনটির ইঞ্জিন ও রেললাইনের ক্ষতি হয়েছে মর্মে মামলা করা হয়েছে।

কমলাপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন ফারুক জানান, ধাক্কায় ট্রেন এবং রেলপথের ক্ষতি ছাড়াও প্রাইভেটকারের চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। ট্রেনটির ইঞ্জিন, তেল ও রেললাইনের ক্ষতিসাধনের অভিযোগে সোমবার দুপুরে মামলা হয়েছে। এছাড়া ওই ঘটনা তদন্তে রোববার রেলওয়ে কর্তৃপক্ষ চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।



মন্তব্য চালু নেই