টিসিবির ছোলায় কেজিতে ১০০ গ্রাম নাই!

কেজিতে ১০০ গ্রাম কম, তাও আবার টিসিবির পণ্যে! রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে বিক্রি করা ছোলায় ওজনে এমন চুরি হচ্ছে।

গতকাল সোমবার সচিবালয়ের ২ নম্বর গেটের বিপরীতে ওসমানী উদ্যান সংলগ্ন রাস্তায় টিসিবির ভ্রাম্যমাণ বিক্রয় ট্রাকে এভাবে ওজনে কম দিতে দেখা গেছে।

ওই দিন দুপুরের দিকে হঠাৎ হইচই। একটু এগিয়ে যেতেই দেখা গেল মারমুখি জনতা। তারা উঁচু গলা বলছে, কেন এক কেজি ছোলায় ১০০ গ্রাম কম দেয়া হলো। কিন্তু বিক্রেতারা নিরুত্তর।

এ বিষয়ে ওই ট্রাকে উপস্থিত টিসিবির প্রতিনিধি শহিদুর রহমানের সঙ্গে কথা বলছে তিনি ওজনে কম দেয়ার কথা স্বীকার করলেন। সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও আশ্বাস দিলেন তিনি।

উল্লেখ্য, বিক্রির আগেই টিসিবির অনেক পণ্য এক অথবা দুই কেজি করে প্যাকেট করা হয়। যাতে দ্রুত ক্রেতাদের সরবরাহ করা যায়। সরকার নিয়োজিত ডিলাররা প্যাকেট করার কাজটি করেন।

নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবি সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, ছোলা, ডাল, খেজুর ইত্যাদি বিক্রি করছে। এ বিক্রয় কার্যক্রম গত ১০ জুন শুরু হয়েছে, চলবে ২৭ জুন পর্যন্ত।



মন্তব্য চালু নেই