টিকিট ক্রেতা বেশে ম্যাজিস্ট্রেট, দণ্ডিত তিন

ঈদে ট্রেনের অগ্রিম টিকেট কালোবাজারি রোধে টিকিট ক্রেতা বেশে ম্যাজিস্ট্রেট ও র‌্যাব সদস্যরা তিন টিকেট কালোবাজারিকে আটক করেছে। এসময় প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়।

শুক্রবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়সার।

কারাদণ্ড প্রাপ্ত তিনজন হলেন- বরগুনা জেলার বামনা থানার সোনাখালী গ্রামের রুহুল আমিন হাওলাদারের মেয়ে মোছাম্মৎ মাহফুজা (৩০), চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার সুদ্বীপপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. মামুন (৩০) ও নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার হাবিবুল্লার ছেলে শাহাদাত ইসলাম (৩০)।

ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়সার বলেন, ‘লাইনে দাঁড়িয়ে টিকিট ক্রেতা সেজে কালোবাজারিদের সাথে আমরা কথা বলি। এসময় তাদের কাছ থেকে ১২শ টাকার টিকিট ২৫শ টাকায় কিনি আমরা। পরে পাঁচটি টিকেট ও মোবাইলে টিকিট কেনার কোড নাম্বারসহ তিনজনকে আটক করে প্রত্যেককে ৭দিন করে কারাদণ্ড দেয়া হয়।’



মন্তব্য চালু নেই