টিকিট কালোবাজারি, সংঘর্ষে নিহত ৩

নাটোর’র লালপুর উপজেলার ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারিদের সঙ্গে নিরাপত্তাকর্মী ও গ্রামবাসীর সংঘর্ষে তিন যুবক নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় এখনও ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- একই এলাকার আকবর আলীর ছেলে জামাত আলী (২৭) ও আব্দুর রাজ্জাকের ছেলে জীবন (২৫) ও রনি আহমেদ (২২)।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদ-উল ফিতর শেষে সাধারণ মানুষ ঢাকায় ফেরার জন্য ট্রেনের টিকিট নিতে ঈশ্বরদী বাইপাস স্টেশনে গিয়ে কোনো টিকিট পায়নি। সব টিকিট চলে যায় কালোবাজারিদের হাতে।

কালোবাজারিরা প্রকাশ্যে স্টেশনে দাঁড়িয়ে যাত্রীদের কাছে উচ্চ মূল্যে এসব টিকিট বিক্রির চেষ্টা করে। এ সময় যাত্রীরা প্রতিবাদ করলে স্থানীয় গ্রামবাসী, কালোবাজারি ও নিরাপত্তাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে তিন যুবক নিহত ও ১০ জন আহত হয়েছেন।

আহতদের লালপুর ও ঈশ্বরদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক নিহতের সঠিক পরিচয় পাওয়া যায়নি। ঈশ্বরদী রেলওয়ে পুলিশ নিহত দুই জনের লাশ ময়নাতদন্তের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে।



মন্তব্য চালু নেই