টাঙ্গাইল-৪ উপনির্বাচন ১০ নভেম্বর

টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পুনঃতফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১১ অক্টোবর, যাচাইবাছাই ১৩ অক্টোবর, প্রত্যাহারের শেষ সময় ২১ অক্টোবর এবং ভোটগ্রহণ ১০ নভেম্বর।

ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করে বলেন, পুনঃতফসিলের সময়সূচি সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।

পবিত্র হজ ও নির্বাচন একই সময়ে হওয়ায় নির্বাচন কমিশন পুনঃতফসিলের ঘোষণা করে।



মন্তব্য চালু নেই