ঝিনাইদহে নিরুত্তাপ হরতাল,আটক ২৫ জন

গাজীপুরে বেগম খালেদা জিয়াকে জনসভা করতে না দেওয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতারের প্রতিবাদে ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল চলছে ঝিনাইদহে। সকাল সাড়ে ১০ টার দিকে শহরের আরাপপুর থেকে একটি ঝটিকা মিছিল বের করে জেলা যুবদল। জেলা থেকে দুরপালার কোন যানবাহন ছেড়ে না গেলেও অভ্যন্তরীন বিভিন্ন রুটে গণপরিবহণ চলাচল করছে। শহরে অধিকাংশ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে বলে সরেজমিনে ঘুরে জানা গেছে। এদিকে অফিস, আদালত, স্কুল কলেজ খোলা থাকলেও হরতালের কারনে উস্থিতির সংখ্যা কম। যেকোন প্রকার নাশকতা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।এ দিকে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানিয়েছেন, নাশকতা সৃষ্টির আশংকায় জেলার কালীগঞ্জ উপজেলা থেকে ১ জন এবং মহেশপুর উপজেলা থেকে ৩ জন বিএনপি কর্মীসহ সদর, হরিনাকুন্ডু ও শৈলকুপা উপজেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মামলায় ২৫ জনকে আটক করা হয়েছে।



মন্তব্য চালু নেই