ঝামেলামুক্ত কোরবানির জন্য জরুরী কিছু টিপস

আজ বাদে কাল ঈদ। সবার প্রস্তুতি চলছে পুরোদমে। ঈদের মতো বড় একটা উৎসবের সময়ে অনেক রকমের ছোটখাটো ঝামেলা হওয়াটা স্বাভাবিক, তবে যারা অনেকদিন ধরে কোরবানি দিয়ে আসছেন তাদের জন্য ব্যাপারটা গা-সওয়া হয়ে গেছে। আপনিও যদি এসব ঝামেলা এড়িয়ে চলতে চান তাহলে দেখে নিন গরু কেনা থেকে শুরু করে কোরবানি দেওয়া পর্যন্ত দরকারি কিছু টিপস এবং শর্টকাট।
১) গরু কেনা

– হাটে যাবার সময়ে গরু/ছাগল কিনতে অভ্যস্ত এমন অভিজ্ঞ কাউকে নিয়ে গেলে ভালো।
– কোরবানির জন্য অবশ্যই সুস্থ এবং হালাল পশু কিনবেন। অসুস্থ, আহত, শরীরে ক্ষত হওয়া, শিং-ক্ষুর ভাঙ্গা এসব পশু কিনবেন না।
– মোটাসোটা গরু মানেই সুস্থ নয়। অনেক গরুতে স্টেরয়েড প্রয়োগ করে মোটাতাজা দেখানো হয়। এগুলোর মাংস স্বাস্থ্যের জন্য মারাত্মক খারাপ। এ ছাড়াও বেশ চর্বিযুক্ত গরু না কেনাই ভালো।
– গরু-ছাগলের বয়স যাচাই করে কিনবেন। দুই বছরের কম বয়সি গরু কোরবানি দেওয়া যায় না। ছাগলের বয়স এক বছর হতে হয়। তবে কমপক্ষে ছয় মাস বয়সি ছাগল যদি দেখতে এক বছরের ছাগলের মতো বড় হয় তবে সেটাও কোরবানি দেওয়া যাবে।
– গরু বা ছাগল খাচ্ছে কিনা, তা যথেষ্ট প্রাণবন্ত কিনা তা দেখে কেনা ভালো।
– গরু কিনতে চাইলে অবশ্যই একলা যাবেন না। গরু সামলানোর জন্য শক্তপোক্ত কয়েকজন মানুষকে নিয়ে যান সাথে করে।
২)গরুর যত্ন

– গরুকে যে কয়দিনের জন্যই বাড়িতে রাখুন না কেন, কোরবানির আগ পর্যন্ত একে অবশ্যই যত্নে রাখবেন। নিয়ম করে খাবার ও পানি দেবেন। তবে কোরবানির আগের দিন রাত থেকে খাবার দেওয়া বন্ধ করে দেওয়াটাই ভালো।
– এখন যেহেতু গরমকাল তাই গরুর ঠাণ্ডা লাগা নিয়ে ভয় নেই। সম্ভব হলে গরুকে এমন জায়গায় রাখুন যাতে তার গায়ে বেশি রোদ না লাগে এবং বৃষ্টিতে ভিজতে না হয়।
– বাড়ির বাচ্চারা যেন একা একা গরু/ ছাগলের কাছে না যায় বা তাকে কষ্ট দেবার চেষ্টা না করে এ ব্যাপারে খেয়াল রাখুন।
৩) কোরবানির দিন

– আগে থেকে কসাই ঠিক করে রাখাটা খুবই দরকারি। নয়তো আপনার কোরবানি দেওয়াই হবে না।
– কোরবানির জন্য ছুরি-বাটি-দা, চাটাই, দাঁড়িপাল্লা, গামলা, ব্লিচিং পাউডার ইত্যাদি আগে থেকেই ঠিক করে রাখুন।
– কোরবানির পর পশুর চামড়া কোথায় দান করবেন বা কোথায় বিক্রি করে টাকাটা গরীব মানুষকে দেবেন তা ঠিক করে রাখুন এখনই।
– কোরবানির সময়ে যাতে কোনো রকম সংশয়ের মাঝে না পড়তে হয় এর জন্য কোরবানির ধর্মীয় নিয়মগুলো এখনই জেনে রাখুন।



মন্তব্য চালু নেই