ঝাউডাঙ্গা মোবইল জগৎ একাদশকে হারিয়ে সাতক্ষীরা ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন

লালকাডের্র স্বীকার হয়ে একজন খেলোয়াড়কে বাইরে রেখেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো সাতক্ষীরা ফুটবল একাডেমী একাদশ ক্লাব। বৃহস্পতিবার বিকালে ঝাউডাঙ্গার পাথরঘাটা একাদশ ক্লাব আয়োজিত ফুটবল টূর্নামেন্টে মোবাইল জগৎ ঝাউডাঙ্গা ফুটবল একাদশ ক্লাবকে এক শূন্য গোলে হারিয়ে এ গৌরব অর্জন করার যোগ্যতা অর্জন করলো সাতক্ষীরা ফুটবল একাডেমী একাদশ।

পাথরঘাটা ফুটবল ময়দানে অনুষ্ঠিত খেলাটির প্রথমার্ধ গোল শূন্যভাবে শেষ হয়। দ্বিতিয়ার্ধের খেলা শুরু হওয়ার মাত্র ৩ মিনিটের সময় একজন খেলোয়াড়কে অবৈধভাবে বাধা দেওয়ার কারনে ম্যাচ রেফারী ফারুক হোসেন স্বপন সাতক্ষীরা ফুটবল একাডেমী একাদশের ৯ নং জার্সিধারী খেলোয়াড় সাইদুরকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিস্কার করেন।

তুমুল উত্তেজনাপূর্ণ এ খেলায় ২য় অর্ধের ১৫ মিনিটের সময় চ্যাম্পিয়ন দলের ১০ নং জার্সিধারী খেলোয়াড় মিলন প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিয়ে দলকে ১ শুন্য গোলে এগিয়ে নিয়ে যান। খেলার শেষ বাঁশি বাজা পর্যন্ত মোবাইল জগৎ এর খেলোয়াড়েরা গোল পরিশোধ করতে পারেনি। ফলে সাতক্ষীরা ফুটবল একাডেমী একাদশ এক শূণ্য গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজমল উদ্দীন, সাবেক শিক্ষক আলহাজ্জ্ব আবুল হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রমাজান আলী বিশ্বাষ খেলায় প্রথম গোলদাতাকে নগদ ৫০০ টাকা পুরস্কার প্রদান করেন।



মন্তব্য চালু নেই