জেলার সেরা স্কুল হয়েও শতভাগ সফলতা অর্জন করতে পারল না ঝাউডাঙ্গা হাইস্কুল

এবারের এস,এস,সি পরীক্ষায় মাত্র ২ জন ছাত্র অকৃতকার্য হওয়ায় শতভাগ সফলতা অর্জন করতে পারল না ঝাউডাঙ্গা হাই স্কুল। সাতক্ষীরা জেলার সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নে অবস্থিত ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়টি গত বছর জেলার সেরা বিদ্যালয় হিসেবে মনোনিত হয়। সবারই আশা ছিল বিদ্যালয়টি এবারের এস,এস,সি পরীক্ষায় শতভাগ সফলতা অর্জণ করবে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক জনাব রেজাউল করিম জানান, এবারের এস,এস,সি পরীক্ষায় সাধারন বিভাগ থেকে ১০০ জন ও ভোকেশনাল বিভাগ থেকে ৪৬ জন ছাত্র /ছাত্রী অংশ গ্রহন করে। এর মধ্যে সাধারন বিভাগ থেকে ৯৮ জন ও ভোকেশনাল বিভাগ থেকে ৪৬ জন ছাত্র/ছাত্রী কৃতকার্য হয়েছে।

এর মধ্যে সাধারন বিভাগ থেকে ১৪ জন ছাত্র / ছাত্রী জিপিএ ৫ এবং ভোকেশনাল বিভাগ থেকে ১৫ জন জিপিএ ৫ পেয়েছে। একটি সূত্র থেকে জানা যায়, সদর থানার পাথরঘাটা গ্রামের ব্যবসায়ী আঃ ওয়াদদু এর ছোট মেয়ে ইয়াছমিন জাহান ও কাপড় ব্যবসায়ী সাজ্জাদ হোসেনের ছোট মেয়ে সানজিদা আক্তার জুথি বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন প্লাস পেয়ে উর্ত্তীন হয়েছে।

গোলেন্ড প্লাস পাওয়া ইয়াসমিন জাহান ভবিষ্যতে বি,সি,এস ক্যাডার হয়ে বিচারক ও সানজিদা আক্তার জুথি ডাক্তার হতে ইচ্ছুক ।
তারা তাদের এ সফলতার পিছনে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও বাবা মায়ের বিশেষ অবদান রয়েছে বলে এ পতিবেদক কে জানায়।



মন্তব্য চালু নেই