জেএসসি ও জেডিসি পরীক্ষা ফি বাড়ছে

এবছর শিক্ষার্থীদের জেএসসি ও জেডিসি পরীক্ষার ফি ১০৫০ টাকা নির্ধারণ করতে প্রস্তাব করেছে শিক্ষাবোর্ড সমূহ।

মঙ্গলবার (১৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠকে এ প্রস্তাব করা হয়।]

জানা যায়, ২০১৬ জেএসসি ও জেডিসি পরীক্ষায় শিক্ষার্থীদের পরীক্ষা ফি প্রতি পত্র ফি ৫৫ টাকা হারে ১৩ পত্রে মোট ৭১৫ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপট ফি ৩৫ টাকা, সনদপত্র ফি ১০০ টাকা এবং কেন্দ্র ফি ২০০ টাকা হারে মোট ১০৫০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এই খাতে ভর্তুকির টাকা সাশ্রয়ের লক্ষ্যে মন্ত্রণালয়ের ওই বৈঠকে এ প্রস্তাব করা হয়।



মন্তব্য চালু নেই