জেএমবির আইটি প্রধানসহ ৪ জঙ্গি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকর একটি বাড়িতে অভিযান চালিয়ে জেএমবির আইটি প্রধানসহ ৪ জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১ ফেব্রুয়ারি) ভোর রাতের দিকে এ অভিযান চালানো হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত জঙ্গিদের একজনের নাম আশফাক-ই-আজম ওরফে আপেল। সে সারোয়ার-তামিম জঙ্গি গোষ্ঠীর আইটি (তথ্যপ্রযুক্তি) শাখার প্রধান ছিল বলে ধারণা করছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর দনিয়া এ কে হাইস্কুল মাঠের পাশের একটি বাড়িতে বুধবার (১ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালায় র‌্যাব। এ সময় অভিযানে গ্রেপ্তার করা হয় চার জঙ্গিকে।

সূত্র আরও জানায়, ‘গ্রেপ্তারকৃত চার জঙ্গির মধ্যে একজন আশফাক-ই-আজম ওরফে আপেল। সে একজন প্রকৌশলী। সে সারোয়ার-তামিম গ্রুপের আইটি শাখার প্রধান ছিল বলে ধারণা করছি আমরা।’

গ্রেপ্তারকৃত চার জঙ্গিকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান মুফতি মাহমুদ। তিনি জানান, অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে ওই বাড়ি থেকে। অভিযানের বিস্তারিত পরে জানানো হবে জানিয়েছেন মুফতি মাহমুদ খান।



মন্তব্য চালু নেই