জুডিশিয়ারি বিষয়ে মন্তব্য করা যায় না : আইনমন্ত্রী

প্রধান বিচারপতিকে নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জুডিশিয়ারি বিষয়ে মন্তব্য করা যায় না, আমিও করব না।’

তিনি বলেন, ‘আমি যখন আইনজীবী ছিলাম তখনো এ ধরনের বিষয়ে কথা বলিনি, এখন আইনমন্ত্রী হিসেবেও মন্তব্য করব না, কারণ এসব বিষয়ে মন্তব্য করা যায় না।’

রোববার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মানুষের জন্য ফাউন্ডেশনের’ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।

এ বিষয়ে মন্ত্রীকে আইনজীবী হিসেবে মন্তব্য করতে বললেও তিনি একই কথা বলেন। এরপর প্রসঙ্গ ঘুরিয়ে তিনি এশিয়া কাপ ফাইনাল নিয়ে কথা বলা শুরু করেন।

তিনি বলেন, ‘আপনারা যা-ই প্রশ্ন করুন, আমি শুধু বলব, আজ এশিয়া কাপের ফাইনাল, এটাই দিনের বড় ঘটনা। বাংলাদেশ ভালো খেলবে, জিতবে, আমরা সবাই কামনা করি।’



মন্তব্য চালু নেই