জিয়ার মাজারে ভাঙচুর

চন্দ্রিমা উদ্যানে প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের মাজারের কিছু অংশ ভেঙ্গে ফেলা হয়েছে। বুধবার রাতের কোনো এক সময় কে বা কারা মাজারের কিছু অংশ ভেঙে ফেলে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি সাধারণ লোকজনের চোখে পড়লে জানাজানি হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জিয়ার সমাধিস্থলের মূল বেদির চারদিকে নির্মিত মার্বেল পাথরের তৈরি ১২টির মতো টাইলসের টুকরো তুলে ফেলা হয়েছে। তবে কখন এগুলো তোলা হয়েছে তা জানা যায়নি।

মাজারের দ্বায়িত্বে থাকা মিজানুর রহমান জানান, আজ সকাল ৬টার দিকে তিনি এসে দেখেন ১২টি মার্বেলের টাইলস তুলে ফেলা হয়েছে। এর মধ্যে চারটি দুর্বৃত্তরা নিয়ে গেছে। পাঁচটি ভেঙে টুকরো করে ফেলে গেছে।

এ প্রসঙ্গে শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিজি বিশ্বাস জানান, গতরাতের কোনো এক সময় কে বা কারা জিয়ার মাজারের কয়েকটি মার্বেল পাথর উঠিয়ে ফেলেছে। এ বিষয়ে তদন্ত করে দেখা হবে।

বিএনপির মিডিয়া উইংয়ে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই