জিএসপি স্থগিত করে যুক্তরাষ্ট্র অন্যায় করেছে

পোশাক রপ্তানিতে বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা স্থগিত করে যুক্তরাষ্ট্র অন্যায় করেছে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আমি আশা করছি খুব শিগগির যুক্তরাষ্ট্র এই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেবে।

শনিবার চট্টগ্রামে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নগরীর হালিশহরে মাসব্যাপী মেলার আয়োজন করে চিটাগং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

সংগঠনের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমীনসহ ব্যবসায়ী নেতারা।

বক্তারা উচ্চহারের ব্যাংক ঋণের সুদ ও গ্যাস সংকটসহ নানা সীমাবদ্ধতায় শিল্পের বিকাশ ও ব্যবসায়ে দুরবস্থার কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস নিয়ে সরকারের নানামুখী উদ্যোগের পাশাপাশি ব্যাংক ঋণের সুদ সিঙ্গেল ডিজিটে আনার চিন্তার কথা তুলে ধরেন।

এ সময় তৈরি পোশাক রপ্তানিতে জিএসপি সুবিধার ওপর যুক্তরাষ্ট্রের স্থগিতাদেশ শিগগিরই প্রত্যাহার হবে বলে বাণিজ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।



মন্তব্য চালু নেই