জাল রুপিসহ আ.লীগ নেতা আটক

ভারতীয় জাল রুপিসহ অবশেষে পুলিশের হাতে আটক হয়েছেন জাল-জালিয়াতের হোতা আওয়ামী লীগ নেতা ওবায়দুর রহমান।
শনিবার সন্ধ্যার দিকে শার্শার চন্দ্রপুর নিজ গ্রাম থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।
ওবায়দুর রহমান শার্শার ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চন্দ্রপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
এ সময় তার কাছ থেকে জাল এক লাখ টাকার ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
এলাকাবাসী সূত্র জানায়, ওবায়দুর রহমান দীর্ঘদিন যাবত জাল টাকার ব্যবসা এবং ভেজাল সার তৈরির সাথে জড়িত ছিলো। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে তিনি এ জালিয়াতি কারবার করে আসছেন বলে এলাকায় প্রচার রয়েছে। শুধু তাই নয়, নিজ বাড়িতে নকল সার তৈরি করায় এর আগে শার্শা উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে সার তৈরির সরঞ্জাম উদ্ধার করে। আর সর্বশেষ এক লাখ ভারতীয় জাল রুপিসহ ডিবি পুলিশের হাতে আটক হন তিনি।
সূত্র আরও জানায়, জাল কারবার করে আওয়ামী লীগের ৬ বছরের ব্যবধানে ওবায়দুর রহমান দেড় শত বিঘা জমি, গ্রামে তিনতলা বিশিষ্ট আলীশান বাড়ি তৈরি করেছেন।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, তাকে নিজ বাড়ি থেকে জাল ভারতীয় একলাখ রুপিসহ আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে রোববার তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।



মন্তব্য চালু নেই