জামিন নিতে হাইকোর্টে মির্জা আব্বাস
তিনটি মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাস।
সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি হাইকোর্টে গিয়ে পৌঁছান।
হাইকোর্টে গিয়ে তিনি সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতির রুমে বসেন। সে সময় বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার এহসানুর রহমানসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
দুপুর ২টার পর বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তার আগাম জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে রবিবার মির্জা আব্বাসের পক্ষে তিন মামলায় আগাম জামিনের আবেদন দায়ের করেন তার আইনজীবী।
ব্যারিস্টার এহসান জানান, রাজধানীর পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার তিনটি মামলায় আগাম জামিনের আবেদন করা হয়েছে।
মন্তব্য চালু নেই