জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে

আজ সারাদেশে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল। জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে।

একাত্তরের যুদ্ধাপরাধী ও ফাঁসির দন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হয়েছে। গতকাল ভোর সোয়া ৫টার দিকে কঠোর নিরাপত্তায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। শেরপুরের কুমরি বাজিতখিলা এলাকায় কামারুজ্জামানের প্রতিষ্ঠিত এতিমখানার পাশে তার মরদেহ দাফন করা হয়েছে। এর আগে ভোর ৪টা ৫৫ মিনিটে এই এতিমখানা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। কামারুজ্জামানের আত্মীয় ও স্থানীয় সিনিয়র মাদ্‌রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হামিদের ইমামতিতে নামাজে জানাজায় নিকটতম আত্মীয়-স্বজনরা অংশ নেন। দলীয় নেতাকর্মী, সমর্থক এবং এলাকার সাধারণ মানুষকে জানাজায় অংশ নিতে দেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

এদিকে গতকাল রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ অন্তত ৭টি জায়গায় কামারুজ্জামানের গায়েবানা জানাজা হয়েছে। কয়েকটি জায়গায় বিক্ষোভ সমাবেশও হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়।



মন্তব্য চালু নেই