জাবির শিক্ষার্থীদের মারধরে মহাসড়ক অবরোধ

রাজধানীর গাবতলীতে ভিলেজ লাইন পরিবহনের শ্রমিকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাসে হামলা ও শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষোদ্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটেকের সামনে এ অবরোধ করে।

জানা গেছে, বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে গাবতলীতে ভিলেজ লাইন পরিবহনের একটি বাসের ধাক্কা লাগে। এ সময় দুই বাসের চালক ও হেলপারদের মধ্যে কথাকাটাকাটি হয়।
এরপর ভিলেজ লাইন পরিবহনের চালক ও হেলপার স্থানীয়দের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বাস আটক করে ভাঙচুর চালায়। এর প্রতিবাদ করলে বাসে থাকা শিক্ষার্থীদের ব্যাপক মারধর করা হয়।

এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাড়সকে ভিলেজ লাইন পরিবহনের ৫টি বাসে ভাঙচুর চালায়। তারা বিকেল সাড়ে ৪টা থেকে এ সংবাদ লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কের উভয় পাশে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে। দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘ঊর্ধ্বতন মহলের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে চেষ্টা করা হচ্ছে।’



মন্তব্য চালু নেই