আদালতে স্বীকারোক্তি

‘জান্নাত পেতে ন্যাংটা ফকিরকে খুন করি’

চট্টগ্রাম নগরীর বায়েজিদে শেরশাহ আকবরের পাহাড়ে কথিত পীরের আস্তানায় ঢুকে রহমত উল্লাহ প্রকাশ ন্যাংটা ফকির ও তার খাদেম আব্দুল কাদেরকে জবাই করে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন জেএমবি সদস্য সুজন ওরফে বাবু। মূলত ন্যাংটা ফকিরকে ইসলাম বিরোধী মনে করে এই হত্যার মাধ্যমে জান্নাত ওয়াজিব হবে এমন ধারণা থেকেই এই হত্যাকান্ড ঘটিয়েছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন জেএমবির এ সদস্য।

বুধবার বিকেলে মহানগর হাকিম ঝলক রায়ের খাস খামরায় ২ পৃষ্টার এই জবানবন্দি দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউসন) কাজী মুত্তাকিন ইবনু মিননা বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, জবানবন্দি প্রদানের আগে কড়া নিরাপত্তা প্রহরায় জেএমবি সদস্য সুজ চেয়ে আইন অনুযায়ী তিন ঘণ্টা সময় দিয়ে একটি ফরম দেন। এরপর আসামি স্বীকারোক্তি দিতে রাজি হওয়ায় সাড়ে পাঁচটার পর মহানগর হাকিম ঝলক রায়ের খাস খামরায় জবানবন্দি দেওয়া শুরু করেন। জবানবন্দি শেষে সোয়া ৬টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর সাড়ে ৬টার দিকে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।



মন্তব্য চালু নেই