জাতীয় সঙ্গীতের অপমান জয়ললিতার শপথে!

জাতীয় সঙ্গীতের অপমান জয়ললিতার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে! এমনই অভিযোগ উঠল। জানা গিয়েছে, এআইএডিএমকে নেত্রী শনিবার পঞ্চমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার ঠিক আগে অনুষ্ঠানের সূচনায় চালু রীতি অনুসারে জাতীয় সঙ্গীত না বাজিয়ে রাজ্যের সঙ্গীত বাজানো হয়।জাতীয় সঙ্গীত বাজানো হয় পরে।

কিন্তু ‘শুভ মূহূর্তে’র মধ্যে যাতে শপথ গ্রহণ অনুষ্ঠানটি শেষ করা সম্ভব হয়, সেজন্য তা কেটেছেঁটে বাজানো হয়।জয়ললিতার শপথ নেওয়া হয়ে যাওয়ার পর পুরো জাতীয় সঙ্গীতটি বাজানো হয়। অর্থাত জাতীয় সঙ্গীত নিয়ে চরম বিভ্রাট ঘটেছে।

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় কর্নাটক হাইকোর্টের রায়ে বেকসুর খালাস পাওয়ার পক্ষকালের মধ্যে মসনদে অধিষ্ঠান হল আম্মার।কিন্তু শুরুতেই বিতর্কিত হয়ে রইল সে অনুষ্ঠান।

এ ব্যাপারে সংবিধান বিশেষজ্ঞ সুভাষ কাশ্যপ বলেছেন, উদাসীনতার জেরেই এমন ভুল।হয়ে থাকতে পারে। জাতীয় সঙ্গীত কাটছাঁট করে বাজানোর নিয়ম নেই। তাকে পূর্ণ মর্যাদা দিতে হবে।



মন্তব্য চালু নেই