জাতীয় প্রেসক্লাবে গণঅনশনে বিএনপি

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম-খুন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানসহ দলের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী গণঅনশন কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করছেন দলটির নেতাকর্মীরা।
রোববার সকাল সোয়া ৯টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনশন শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। গণঅনশনে কর্মসূচিতে যোগ দেবেন দলের সুপ্রিমো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
সেখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, এডভোকেট জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ঢাকা মহানগরীর সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ উপস্থিত রয়েছেন।
অনশন কর্মসূচিতে বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যোগ দেবেন বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
এছাড়া জামায়াতে ইসলামী ছাড়া ১৯ দলীয় জোটের শরিকদলগুলো অনশনে যোগ দেবে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই