জাতিসংঘে আইটিইউ পদক গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

তথ্যপ্রযুক্তি সেবা দেশের সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) পক্ষ থেকে আইসিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে প্রধানমন্ত্রীর হাতে এ পদক তুলে দেন আইটিইউর মহাসচিব হুলিন ঝাও।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় জাতিসংঘ সদর দফতরের ডেলিগেটস ডাইনিং হলে এই পুরস্কার তুলে দেওয়ার আয়োজন করে আইটিইউ। অনুষ্ঠানে আইটিইউ মহাসচিব হুলিন ঝাও সূচনা বক্তব্য রাখেন। এর পরপরই পুরস্কার তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।

পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার অব্যাহত প্রচেষ্টার পথে এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। পুরস্কৃত হয়ে আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি।’

দেশের তরুণদের প্রতি এই পুরস্কার উৎসর্গ করেন প্রধানমন্ত্রী।



মন্তব্য চালু নেই