জাককানইবি’র ‘ঙ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্ত্তি পরীক্ষা সম্পন্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ঙ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ভর্ত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।সঙ্গীত,থিয়েটার এ- পারফরমেন্স স্টাডিজ,চারুকলা এবং ফিল্ম এ- মিডিয়া বিভাগসহ ৪টি বিভাগ নিয়ে বৃহস্প্রতিবার সকাল ১১টায় ঙ ইউনিটের ভর্ত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্ত্তি পরীক্ষার ৫ম দিন সমাপনী দিনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোহীত উল আলম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় ট্রেজারার প্রফেসর এএমএম শামসুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড.সুব্রত কুমার দে,ব্যবসায় অনুষদের ডীন প্রফেসর ড.সুব্রত কুমার দে,কলা অনুষদের ডীন প্রফেসর ড.মোশাররাত শবনম, প্রক্টর প্রফেসর ড.মাহবুব হোসেন,অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.নজরুল ইসলাম,পরীক্ষা নিয়ন্ত্রক ড.নির্মল চন্দ্র সাহা,ড.মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই