জবির আবাসিক সমস্যা সমাধানে সরকার সচেষ্ট : শিক্ষামন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসিক সমস্যা সমাধানে সরকার সচেষ্ট বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার সচিবালয়ের জবি শিক্ষার্থীদের আবাসিক হল নির্মাণের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে এক জরুরি সভায় শিক্ষামন্ত্রী একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, জবির আবাসন সমস্যা সমাধানে সরকার সচেষ্ট আছে। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এ বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত আছে।

সভায় শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব এ. এস. মাহমুদ, মো. হেলাল উদ্দিন, অশোক কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে সকালে শিক্ষামন্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সার্বিক বিষয়ে আলোচনা করেন।



মন্তব্য চালু নেই