রংপুরে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা
জনগণই ঠিক করবে এ সরকার কতদিন থাকবে
মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, ‘দেশের জনগণই ঠিক করবে এ সরকার কতদিন ক্ষমতায় থাকবে।’ শনিবার সকালে রংপুর পর্যটন মোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বর্তমান সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
রংপুর বিভাগের ৬ জেলায় সপ্তাহ ব্যাপী সফর শেষে দেশের কৃষি ক্ষেত্রে সাফল্য দেখে তিনি বলেন, ‘বাংলাদেশ অচিরেই মাধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। কারণ কৃষি ক্ষেত্রে বাংলাদেশে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। আগামী ৫ বছরের মধ্যে খাদ্যসহ সব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে।’
বর্তমান সরকার কৃষি ক্ষেত্রে সাফল্যের জন্য কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরীকে তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, ‘কৃষিমন্ত্রীর বলিষ্ট কর্মকাণ্ডের সুফল দেশের মানুষ পাচ্ছে।’
‘শষ্য ভাণ্ডার বলে পরিচিত রংপুর বিভাগে না আসলে কৃষি ক্ষেত্রে দেশের বিশাল অর্জন সম্পর্কে কল্পনাও করতে পারতাম না বলে মন্তব্য করে তার সপ্তাহ ব্যাপী সফরের অভিজ্ঞতা বর্ণনা করেন।
রাষ্ট্রদূত মজিনা আরও বলেন, ‘কৃষি ছাড়াও ক্ষুদ্র শিল্প, দুগ্ধ উৎপাদন, ওষুধ শিল্প, কলা চাষ, ভুট্টাসহ সবজি চাষে বিপ্লব ঘটিয়েছে এ অঞ্চলের কৃষকরা। আলু উৎপাদনে সব রেকর্ড ছাড়িয়ে গেছে তারা।’
তিনি পাবনা সফরের কথা উল্লেখ করে বলেন, ‘ পাবনায় কয়েক হাজার দুগ্ধ খামারসহ হাঁস-মুরগির খামার দেখে মনে হয়েছে অচিরেই এসব খাদ্যে দেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে।’
বুড়িমারী স্থল বন্দর পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘ওই বন্দর দিয়ে ভারত, ভূটান ও চীনসহ ওই সব দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বিস্তার ঘটিয়ে অর্থনীতির ভীত মজবুত করা সম্ভব।’
স্বাস্থ্য সেবার মান আরো উন্নত করার আহ্বান জানান এবং এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরো বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তবে র্যাবকে তাদের দেশে প্রশিক্ষণ দেয়া বন্ধ করার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিএনপির আন্দোলন সম্পর্কে বলেন যুক্তরাষ্ট্র মনে করে দেশের মানুষের দুর্ভোগ না বাড়িয়ে জ্বালাও পোড়াও না করাই উচিত বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে ইউএসআইডির মিশন প্রধান জেনিনা জারুলেক্সি এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই