জনকণ্ঠের সম্পাদকসহ তিন জনের বিরুদ্ধে মানহানির মামলা

মানহানির অভিযোগে দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদসহ তিন আসামির বিরুদ্ধে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে এ মামলা দায়ের করেন ঢাকা মেট্রোপলিটন বারের প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট আরফান উদ্দীন খান।

আদালত মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলার অপর দুই আসামি হলেন- পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক তোয়াব খান ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়।



মন্তব্য চালু নেই