‘দেশে লুকিয়ে থাকা জঙ্গিদের বিদেশ থেকে সহায়তা করা হচ্ছে’

দেশের ভিতর লুকিয়ে থাকা জঙ্গিদের বিদেশ থেকে সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার বিকেলে মগবাজারের নয়াটোলা মনিমুকুর আদর্শ শিক্ষালয়ের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, জঙ্গিনেতা মুফতি হান্নানকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে তার সহযোগিরা। তাদের চিহ্নিত করা হয়েছে।

অপর প্রশ্নের জবাব আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিদের এখনো নির্মূল করা যায়নি। তবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। জঙ্গি দমন ও নির্মূলে আমরা আন্তরিকতার সাথে কাজ করছি। আশাকরি জঙ্গিরা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না।



মন্তব্য চালু নেই