পল্টন থানায় ৮ মামলা
ছাত্রদল সভাপতি ১৬ দিনের রিমান্ডে
রাজধানীর পল্টন থানায় পুলিশের দায়ের করা ৮ মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে ফের ১৬ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
বুধবার তাকে আদালতে হাজির করে পল্টন থানার ৮ মামলায় রিমান্ড আবেদন করে পুলিশ।শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ প্রত্যেক মামলায় দুইদিন করে মোট ১৬ দিন রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, এর আগে গত ২৯ জুলাই পল্টন থানার চার মামলায় রাজীবকে ৮ দিনের রিমান্ডে পাঠায় ঢাকা মহানগর হাকিম শামসুল আরেফিনের আদালত।
গত ১৯ জুলাই প্রাইভেটকারে করে কুয়াকাটা যাওয়ার পথে ছাত্রদল সভাপতি রাজীব আহসানসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।
মন্তব্য চালু নেই