ছাত্রদল নেতা হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

নীলফামারীর ডোমার সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাকিব হাসান পাপ্পুকে হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে নীলফামারী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহবুবুর আলম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোগরা গ্রামের আব্দুল হাকীম মুহুরীর ছেলে কামরুজ্জামান সেবু (২৮), লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বড়ভিটা গ্রামের প্রসন্ন কুমার রায়ের ছেলে বৈদ্যনাধ রায় বৈদ্য (৩০) ও সিরাজুল ইসলামে ছেলে নাদের (২৮)।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অক্ষয় কুমার রায় জানান, ২০১৩ সালের একটি হত্যা মামলায় আসামিদের ফাঁসির আদেশ দেন আদালত।

তিনি জানান, ২০১৩ সালের ১৭ জুলাই রাত সাড়ে ১০টার দিকে ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের ডোমার-চিলাহাটি সড়কের বটতলী এলাকায় রাকিব হাসান পাপ্পুকে হত্যা করে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় আসামিরা।

এ ঘটনায় নিহতের চাচা মকমুদুল হক চানু বাদী হয়ে কামরুজ্জামান সেবুসহ ৪ জনের নাম উল্লেখ করে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



মন্তব্য চালু নেই