চূড়ান্ত ভোটার তালিকায় ১২ লাখেরও বেশি নতুন ভোটার

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। হালনাগাদের পর প্রকাশিত তালিকা অনুযায়ী এবার ১২ লাখ ১৬ হাজার ৯’শ ৬৯ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে।

যাদের মধ্যে ৭ লাখ ১৫ হাজার ৪০৮ জন পুরুষ এবং ৫ লাখ ১ হাজার ৫’শ ৬১ জন নারী।

হালনাগাদের পর এখন দেশে মোট ভোটারের সংখ্যা ১০ কোটি ১৭ লাখ ৮১ হাজার ৫০ জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৫’শ ২ জন এবং নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৩ লাখ ৭ হাজার ৫’শ ৪৮ জন।

প্রকাশিত খসড়া ভোটার তালিকার উপর দাবি আপত্তি নিষ্পত্তির পর আজ এই হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।

ভোটার তালিকা সর্বসাধারণের প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিস, সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের (উপজেলা/থানা নির্বাচন) অফিস, রিভাইজিং অথরিটির কার্যালয়, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ওয়ার্ড অফিস, ক্যান্টনমেন্ট বোর্ড অথবা রেজিস্ট্রেশন কেন্দ্র অথবা জনগুরুত্বপূর্ণ যে কোন স্থানে উন্মুক্ত রাখা হবে।

তত্ত্বাবধায়ক সরকাররের সময় ২০০৮ সালে প্রথম ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ শুরু হয়। সে সময় ৮ কোটি ১০ লাখের বেশি নাগরিককে তালিকাভুক্ত করে জাতীয় পরিচয়পত্রও দেওয়া হয়। ইতোমধ্যে ২০১০, ২০১২, ২০১৪ ও ১৬ সালে ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি।



মন্তব্য চালু নেই