চিকিৎসাধীন সাঁওতালদের হাতকড়া খুলে দিতে রিট

গাইবান্ধায় নির্যাতনের শিকার চিকিৎসাধীন আটক ৩ সাঁওতালের হাতকড়া খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সোমবার ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া এ রিট আবেদন দায়ের করেন।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির সোমবার শুনানি হতে পারে বলে জানা গেছে।

হাতকড়া পরা অবস্থায় চিকিৎসাধীন সাঁওতালদের ছবি সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনটি সংযুক্ত করে হাইকোর্টে এ রিট আবেদন করা হয়।

গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জের সাঁওতাল-অধ্যুষিত মাদারপুর ও জয়পুর গ্রামে জমিতে আখ কাটাকে কেন্দ্র করে সাঁওতালদের সঙ্গে চিনিকলের শ্রমিক ও পুলিশের মধ্যে ৬ নভেম্বর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই দিন একজন মারা যান। পরে ধানক্ষেত থেকে একজনের লাশ উদ্ধার করা হয় এবং একজন বাড়িতে মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। তাদের মধ্যে তীরবিদ্ধ হন নয় পুলিশ আর গুলিবিদ্ধ হন চার সাঁওতাল। তাদের হাতকড়া পরা অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক কল্যাণ চক্রবর্তী বাদী হয়ে ওইদিন রাতে ৩৮ জনের নাম উল্লেখ করে ৩৫০ জনকে আসামি দেখিয়ে মামলা দায়ের করেন।



মন্তব্য চালু নেই