চাষীর দাফন মুন্সীগঞ্জের শ্রীনগরে বাবার পাশে

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকজয়ী নির্মাতা চাষী নজরুল ইসলামকে দাফন করা হবে মুন্সীগঞ্জের শ্রীনগরে।
চাষীর শেষ ইচ্ছে অনুযায়ী তাকে শ্রীনগরের সমষপুর গ্রামে তার বাবা মোসলেম উদ্দিনের কবরের পাশে দাফন করার কথা রয়েছে।
চাষী নজরুল ইসলামের মামাতো ভাই নাসির উদ্দিন জানান, তার শেষ ইচ্ছা ছিল বাবার কবরের পাশে থাকার। তাই পারিবারিকভাবে তার ইচ্ছে পূরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নাসির উদ্দিন আরো জানান, এর আগে দুপুরে রাজধানীর জসিমউদ্দিন রোডের মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। পরে মরদেহ ঢাকার ল্যাবএইচ হাসপাতালের হিমঘরে রাখা হবে।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ও বায়তুল মোকাররম মসজিদে জানাজা শেষে বিকেলে চাষী নজরুলের মরদেহ তার পৈত্রিক বাড়িতে নিয়ে আসা হবে।
এদিকে, চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুলের মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি মো. আব্দুল হাই, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি শেখ মো. শিমুলসহ রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ জেলার সর্বস্তরের মানুষ গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।



মন্তব্য চালু নেই