‘চাল বিতরণকে বিতর্কিত করলে কঠোর ব্যবস্থা’

১০ টাকার চাল বিতরণ কর্মসূচিকে কোনোভাবেই বিতর্কিত ও দলীয়করণ করা যাবে না।

এই কর্মসূচিতে অনিয়মের সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘১০ টাকার চাল বিতরণ কর্মসূচিতে অনিয়ম-দুর্নীতি রোধে সরকার কড়া নজরদারি রেখেছে। অনিয়মের সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি আরো বলেন, ‘ইতিমধ্যে অনিয়মে জড়িত থাকায় ২২ জনের বিরুদ্ধে ১১টি মামলা, ছয়জনকে গ্রেপ্তার, নয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও ৪৪ জনের ডিলারশিপ বাতিল করা হয়েছে।’



মন্তব্য চালু নেই