চার শিশু হত্যায় আসামি সাহেদ ৫ দিনের রিমান্ডে
হবিগঞ্জ প্রতিনিধি : জেলার বাহুবলে চার শিশু হত্যার ঘটনায় গ্রেফতার সাহেদ মিয়াকে (৩৫) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাওছার আলম এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ২৪ ফেব্রুয়ারি রাতে র্যাব-৯ সাহেদকে বিশ্বনাথ থেকে আটক করে বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে।
পরে মামলার তদন্ত কর্মকর্তা হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুক্তাদির আলম সাহেদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী ত্রিলোককান্তি চৌধুরী বিজন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২২ ফেব্রুয়ারি গ্রেফতার আরজু মিয়ার সাতদিন ও বশিরের পাঁচদিন এবং ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আব্দুল আলী বাঘাল মিয়া ও তার ছেলে জুয়েল মিয়ার ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের তালুকদার পঞ্চায়েতের চার শিশুকে অপহরণ করা হয়। পাঁচদিন পর ১৭ ফেব্রুয়ারি বুধবার সকালে গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরের ইছারবিল খালের পাশে বালুচাপা অবস্থায় ওই চার শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মন্তব্য চালু নেই