চার মামলায় আমানের ৬ মাসের জামিন
রাজধানীর ওয়ারী ও মোহাম্মাদপুর থানায় পুলিশের দায়ের নাশকতার চার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমানকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করে বিচারপতি একেএম আব্দুল হাকিম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
আদালতে আমানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল হাই।
বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন আমানের আমানের আইনজীবী অ্যাডভোকেট সগীল হোসেন লিওন।
জানতে চাইলে তিন বলেন, চলতি বছরর জানুয়ারীতে সরকার বিরোধী আনন্দোলন অবরোধ ও হরতালে নাশকতার অভিযোগে রাজধানীর ওয়ারি ও মোহাম্মাদপুর থানায় মামলা দুটি দায়ের করা হয়। তিনি বলেন, ওই মামলায় গত ২৩ আগস্ট জামিন আবেদন করার পর আজ শুনানি করে তার জামিন মঞ্জুর করে করেন আদালত।
তিনি বলেন, হরতাল অবরোধে রাজধানীর বিভিন্ন থানায় পৃথক পৃথকভাবে আমানের বিরুদ্ধে দায়ের করা ৬৯টি মামলা। এসব মামলায় তিনি আত্নসমর্পন করতে গেলে তাকে কারাগারে পাঠানো হয়। এখন তিনি কারাগারে আছেন।
মন্তব্য চালু নেই