চার ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চালু

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাড়ে চার ঘণ্টা বন্ধ ছিল।

বুধবার সকালে সাড়ে নয়টায় আবার চালু করা হয়েছে।

এর পরপরই গন্তব্যে পৌঁছেছে মাঝ নদীতে নোঙর করা যাত্রীসহ যানবাহনবোঝাই সাতটি ফেরি।

অগ্রাধিকারভিত্তিতে উভয় পাড়ের ঘাট এলাকায় আটকে পড়া তিন শতাধিক বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দিন রাসেল জানান, মঙ্গলবার মধ্যরাতে পদ্মা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। ভোরে পাঁচটার দিকে এ নৌরুট কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে।

এতে পারাপার করতে গিয়ে যাত্রীসহ যানবাহন বোঝাই রো রো (বড়) এনায়েতপুরী, ভাষা শহীদ বরকত, ইউটিলিটি (মাঝারি) বনলতা, হাসনা-হেনা, রজনীগন্ধা এবং কে-টাইপ (ছোট) কপোতী ও কাবেরী ফেরি কুয়াশায় দিক হারিয়ে মাঝ নদীতে নোঙর করে।

এ কারণে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। আর পাটুরিয়া ঘাটে রো রো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরি এবং দৌলতদিয়া ঘাটে রো রো শাহ জালাল, শাহ আলী, শাহ মখদুম, কেরামত আলী, খান জাহান আলী, ইউটিলিটি শাপলা-শালুক, মাধবীলতা ও কে-টাইপ কুমারী পন্টুনে বেঁধে রাখা হয়।



মন্তব্য চালু নেই