চানখারপুলে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ২
রাজধানীর চানখারপুল মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত ও একজন আহত হয়েছেন।
নিহত সানি (২০) ও আকাশের (২৫) বাসা পুরান ঢাকার বংশাল সুইপার কলোনিতে।
চকবাজার থানার এসআই দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে হানিফ ফ্লাইওভার থেকে আসা একটি ট্রাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে আসা ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
“ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন যুবক গুরুতর আহত হন। পথচারীরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।”
ট্রাকচালককে আটক করা হয়েছে বলে জানান এসআই দেলোয়ার।
এর আগে সোমবার রাতে ধোলাইখাল এলাকায় ট্রাকের ধাক্কায় এক কাপড়ের ব্যবসায়ী ও তার স্কুলপড়ুয়া ভাতিজার মৃত্যু হয়।
মন্তব্য চালু নেই