ক্রিকইনফোর পুরষ্কারের জন্য মনোনয়ন পেলেন পাঁচ টাইগার

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ২০১৬ সালের বর্ষসেরা পুরষ্কারে বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার মনোনয়ন পেয়েছেন। সম্প্রতি তাদের ফর্মের কারণে ডাক দেয়া হয়েছে। তাদের মধ্যে দুই বিভাগেই ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মুস্তাফিজুর রহমান- এ পাঁচজন ক্রিকেটার মনোনয়ন পেয়েছেন। এদের মধ্যে মেহেদী হাসান মিরাজ মনোনয়ন পেয়েছেন দুই বিভাগে।

সব মিলিয়ে ১২ বিভাগে ২০১৬ সালের সেরা ক্রিকেটারদের পুরষ্কৃত করবে ইএসপিএন ক্রিকইনফো। সেরা টেস্ট ব্যাটিং পারফরম্যান্সে মনোনয়ন পেয়েছেন তামিম ইকবাল। মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে হাঁকানো শতক রয়েছে সেখানে। ১৪৭ বলে ১০৪ রান করেছিলেন তামিম। এ বিভাগে বেন স্টোকসের ২৫৮, টেমবা বাভুমার ১০২*, ব্রেন্ডন ম্যাককালামের ১৪৫, মিসবাহ-উল-হকের ১১৪, ইউনিস খানের ২১৮, কুসল মেন্ডিসের ১৭৬, জেপি ডুমিনির ১৪১, ভিরাট কোহলির ২৩৫ ও পিটার হ্যান্ডসকমের ১০৫ রানের ইনিংস মনোনয়ন পেয়েছে।

টেস্টের সেরা বোলিং পারফরম্যান্সের তালিকাটাতে রয়েছে মেহেদী হাসান মিরাজের নাম। মিরপুর টেস্টে মিরাজের ৭৭ রানের ৬ উইকেট মনোনয়ন পেয়েছে এ বিভাগে। মিরাজের ঘূর্ণিতে টেস্ট ম্যাচটিতে এক সেশনেই ১০ উইকেট হারিয়েছিলো ইংল্যান্ড। এ বিভাগে স্টুয়ার্ট ব্রডের ১৭ রানে ৬ উইকেট, ইয়াসির শাহ’র ৭২ রানে ৬ উইকেট, রঙ্গনা হেরাথের ৫৪ রানে ৫ উইকেট, দিলরুয়ান পেরেরার ৭০ রানে ৬ উইকেট, অশ্বিনের ১৩২ রানে ৬ উইকেট, ফিলান্ডারের ২১ রানে ৫ উইকেট, কাগিসো রাবাদার ৯২ রানে ৫ উইকেট, টিম সাউদির ৮০ রানে ৬ উইকেট ও জাদেজার ৪৮ রানে ৭ উইকেট মনোনয়ন পেয়েছে।

টি-২০ তে সেরা ব্যাটিং পারফরম্যান্সে বাংলাদেশের দুইজন মনোনয়ন পেয়েছে। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের ২২ রানের চমৎকার ও সময়োপযগী ইনিংস ও শ্রীলঙ্কার বিপক্ষে সাব্বির রহমানের ৮০ রানের ইনিংসটি রয়েছে। এছাড়া ভিরাট কোহলির পাকিস্তানের বিরুদ্ধে ৪৯ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮২, ক্রিস গেইলের ১০০*, জো রুটের ৮৩, লেন্ডল সিমন্সের ৮২*, কার্লোস ব্রাথওয়েটের ৩৪*, মারলন স্যামুয়েলসে ৮৫* ও গ্লেন ম্যাক্সওয়েলের ১৪৫* রানের ইনিংস রয়েছে।

টি-২০ তে সেরা বোলিংয়ে মনোনয়ন পেয়েছে কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমানের নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ২২ রানে ৫ উইকেট শিকার। মোহাম্মদ আমিরের ১৮ রানে ৩ উইকেট, কসুন রাজিতার ২৯ রানে ৩ উইকেট, মিশেল সান্টনারের ১১ রানে ৪ উইকেট, মিশেল ম্যাক্লেনাঘানের ১৭ রানে ৩ উইকেট, অশ্বিনের ২০ রানে ২ উইকেট, জেমস ফকনারের ২৭ রানে ৫ উইকেট, ক্রিস জর্দানের ২৮ রানে ৪ উইকেট, ডোয়াইন ব্রাভোর ৩৭ রানে ২ উইকেট ও ইমাদ ওয়াসিমের ১৪ রানে ২ উইকেট মনোনয়নের তালিকায় জায়গা পেয়েছে।

টেস্টে সেরা বোলিংয়ের পাশাপাশি বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটারদের পুরষ্কারের মনোনয়নও পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে ২ টেস্টে ১৯ উইকেট শিকার করে তিনি জায়গা করে নিয়েছেন। তার সাথে প্রতিযোগিতায় থাকবেন জাস্প্রিত বুমরাহ, স্টিফেন কুক, এভিন লুইস, জয়ন্ত যাদব, হাসিব হামিদ, জিত রাভল, করুন নায়ের, পিটার হ্যান্ডসকম্ব ও কিটন জেনিংস।

সব বিভাগের মনোনীতদের মধ্য থেকে সেরাদের বাছাই করে নিবে জুরি বোর্ড। জুরি বোর্ডে বাংলাদেশের সদস্য হিসেবে আছেন ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম। এছাড়া বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশও রয়েছেন।



মন্তব্য চালু নেই