চাটমোহর পৌরসভার বাজেট ঘোষণা

পাবনার চাটমোহর পৌরসভার গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টায় বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল ২০১৫- ২০১৬ অর্থবছরের ৯ কোটি ৬৯ লাখ ৯৯ হাজার টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটের আয় পর্বে রাজস্ব খাতে ১ কোটি ৫৭ লাখ টাকা, উন্নয়ন খাতে প্রস্তাবিত ১ কোটি ৮৭ লাখ ৯৯ হাজার টাকা। প্রকল্প হিসেবে ৬ কোটি ২৫ লাখ টাকা আয় ধরা হয়েছে। ব্যয় পর্বে রাজস্বখাত, উন্নয়ন ও প্রকল্প খাতে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৬৯ লাখ ৯৯ হাজার টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দায়িত্বপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল করিম আরোজ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এসএম নজরুল ইসলাম, যুগ্ন সম্পাদক মাহবুব এলাহী বিশু, কাউন্সিলর কাজী ফজলুল হক মুকুল, ফরিদপুর পৌরসভার মেয়র মোঃ কামরুজ্জামান মাজেদ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, আব্দুল মান্নান পলাশ, সাপ্তাহিক অনাবিল সংবাদ সম্পাদক ইকবাল কবীর রনজু, শেখ সালাহ উদ্দিন ফিরোজ, অধ্যক্ষ মিজানুর রহমান, চাটমোহর ব্যবসায়ী সমিতি সভাপতি মোঃ সাইদুল ইসলাম কিসলু প্রমুখ। এসময় পৌর সভার কাউন্সিরবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ সুধীজন উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই