চাটখিলে-সোনাইমুড়ী ২০ দিন বিদ্যুৎবিহীন থাকবে
নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় আজ ১৮ মে (সোমবার) থেকে আগামী ৬ জুন (শনিবার) ২০ দিন পর্যন্ত বিদ্যুৎ সরবারহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি। পাশাপাশি অবস্থিত এই দুই উপজেলার বিদ্যুতের লাইনের উন্নয়ন কাজের জন্য নির্দিষ্ট সময়ের জন্য (সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
সোমবার (১৮ মে) সকালে এবং এরআগে, রোববার সন্ধ্যায় নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষে এ দুই উপজেলায় মাইকিং করে জানিয়ে দেয়া হয়েছে। নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির চাটখিল উত্তর অঞ্চলের পরিচালক সামসুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রাহকদের সাময়িক অসুবিধা হলেও বিদ্যুত লাইনের উন্নয়নের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে
মন্তব্য চালু নেই