চাঁদখানা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রবিবার দুপুর ২টার সময় বাংলাদেশ আওয়ামীলীগ চাঁদখানা ইউনিয়ন শাখার উদ্যোগে বুড়িরহাট দাখিল মাদ্রসা চত্বরে এক বিশাল ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাবেক ইউনিয়ন সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি খায়রুল আলম রাসেলের উপস্থাপনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নীলফামারী জেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ মঞ্জু,জেলা শ্রমিক লীগ নেতা আতিয়ার রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এছরারুল হক,সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বাবুল,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সাজু, আওয়ামীলীগ নেতা মশিয়ার রহমান,কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম,চাঁদখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী,সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন আলম সবুজ,উপজেলা যুবলীগের সভাপতি ফনি ভূষন মজুমদার,কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট,সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবু ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক পতিরাম চন্দ্র,আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন,সাবেক সাধারণ সম্পাদক মকমল হোসেন,অচিন্ত বাবু ও কেল্ল্যাবাড়ী বিএম কলেজের অধ্যক্ষ স্বপন মিয়া প্রমূখ। দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত উপস্থিত নেতা কর্মীদের আনন্দঘন উপস্থিতিতে সম্মেলন স্থল মুখরিত হয়ে উঠে।
পরে ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের প্রত্যক্ষ ভোটে মিজানুর রহমান দুলাল ছাতা প্রতীক নিয়ে (৭৭) ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। নিকটতম প্রতিদ্বন্দি মোজাফ্ফর হোসেন চেয়ার প্রতীক নিয়ে (৭২) ভোট পেয়ে পরাজয় বরণ করেন। সাধারণ সম্পাদক পদে চন্দন কুমার রায় মোরগ প্রতীক নিয়ে (৯৬) ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন রাম কৃষ্ণ দুলাল মাছ প্রতীক নিয়ে (৩৩) ভোট পায় ও সাবেক সাধারণ সম্পাদক মকমল হোসেন আনারস প্রতীক নিয়ে (২২) পেয়ে পরাজিত হন। নির্বাচন পরিচালনা করেন,উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এছরারুল হক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল।
মন্তব্য চালু নেই