সীমান্তকে সরক্ষিত করার জন্য হেলি সাপোর্ট সম্মিলিত ৭২টি নতুন বর্ডার আউট পোষ্ট বিওপি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

স্বাধীনতার ৪৪ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ-ভারত এবং বাংলাদেশ-মিয়ানমারের প্রায় ৪৪৭ কিলোমিটার সীমান্ত এখনো অরক্ষিত রয়ে গেছে। ফলে এসব অরক্ষিত সীমান্ত দিয়ে মাদক, মানব পাচারের পাশাপাশি উভয় দেশের সন্ত্রাসীদের আনাগোনা থেকেই যাচ্ছে।

এ অবস্থায় আগামী দেড় বছরের মধ্যে সীমান্তকে সুরক্ষিত করার জন্য হেলি-সাপোর্ট সম্বলিত ৭২টি নতুন বর্ডার আউট পোস্ট, বিওপি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাংলাদেশ এবং প্রতিবেশি দু’টি দেশ ভারত ও মিয়ানমারের সাথে রয়েছে ৪ হাজার ১’শ ৫৬ কিলোমিটার দীর্ঘ স্থল এবং ২’শ ৭১ কিলোমিটার নদী সীমান্ত এলাকা। দীর্ঘ এ সীমান্ত এলাকার মধ্যে ৪’শ ৪৭ কিলোমিটার সীমান্তকে এখনো সুরক্ষিত করতে পারেনি বাংলাদেশ। এর মধ্যে রাঙ্গামাটি নাড়ইছড়ি হয়ে সাজেক পর্যন্ত ১’শ ৬১ কিলোমিটার, বান্দরবানের আন্দারমানিক হয়ে মোদক পর্যন্ত ১’শ ৭০ কিলোমিটার এবং মোদক হয়ে লেম্বুছড়ি পর্যন্ত ১’শ ৪৮ কিলোমিটার সীমান্ত অরক্ষিত থাকায় ঘটছে নানা ঘটনা।

দক্ষিণ-পূর্ব রিজিওয়ানের রিজিওয়ান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম বলেন, ‘অরক্ষিত থাকায় যে সমস্যাগুলো হওয়ার কথা তা সবই হয়। দু’দেশেরই সন্ত্রাসীরা যেকোনো ধরণের সন্ত্রাসী কর্মকা- ঘটিয়ে সীমান্ত পেরিয়ে পাশের দেশে আশ্রয় গ্রহণের চেষ্টা করে।’

মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের সাবেক কূটনীতিক মেজর (অব:) এমদাদুল ইসলাম বলেন, ‘দু’দেশের অরক্ষিত সীমান্তকে রক্ষিত করা গেলে সবচেয়ে বেশি কার্যকর হবে মাদক নিয়ন্ত্রণে। এক্ষেত্রে সীমান্তে পাহারা জোরদারের বিকল্প নেই।’
এ অবস্থায় অরক্ষিত সীমান্তকে সুরক্ষিত করার জন্য বিশেষ প্রকল্প হাতে নিয়েছে সরকার।

দক্ষিণ-পূর্ব রিজিওয়ানের রিজিওয়ান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম বলেন, ‘আমাদের আরো ৭২টি ক্যাম্প স্থাপন করা হবে। সেই ক্যাম্পগুলো স্থাপন করা গেলে সেখান থেকে সমন্বিত পাহারা জোরদার করলে অরক্ষিত সীমান্ত রক্ষিত করা যাবে।’

কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান বলেন‘বিশেষ করে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে চোরাকারবারি ও রহিঙ্গা অনুপ্রবেশ অনেকটা রোধ করা যাবে।’

গুইমারা, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং কক্সবাজারসহ ৫টি সেক্টরের সমন্বয়ে গঠিত দক্ষিণ-পূর্ব রিজিয়নে রয়েছে মোট ২০টি ব্যাটেলিয়ন। এছাড়া এ অঞ্চলের অরক্ষিত সীমান্তকে সুরক্ষিত করার জন্য নতুন ৭২টির মধ্যে ৭০টিই হবে হেলি-সাপোর্ট বিওপি।



মন্তব্য চালু নেই